বালুরঘাটে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য

এনএফবি,বালুরঘাটঃ

বালুরঘাট শহরের চকভৃগু রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করা হল রং মিস্ত্রীর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম সুবোধ তালুকদার(৪২)। বাড়ি বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু বগুড়াপাড়ায়। পেশায় তিনি রং এবং কাঠের মিস্ত্রী ছিলেন।

রবিবার সকালে মৃতদেহটি প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দা এবং বাইরে থেকে আসা প্রাতঃভ্রমণকারীরা। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এদিকে সুবোধ তালুকদারকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের। কারণ মৃতের শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন ছিল। এমনকি একটি পা ভাঙা ছিল। কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তার চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও মৃতদেহের উপর একটি কংক্রিটের পিলার ছিল। যা থেকে ধরেই নেওয়া যায় ওই ব্যক্তিকে খুন করা হয়েছে৷

এদিকে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে। কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।