দেশলেটেস্টসংবাদ

চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটির চেয়ারম্যান পদে নারাভানে

এনএফবি, নিউজ ডেস্কঃ

চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটির চেয়ারম্যান পদে প্রয়াত বিপিন রাওয়তের স্থলাভিষ্কিত হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটি হল ভারতীয় সেনা বাহিনীর তিনটি বাহিনীর প্রধানদের নিয়ে তৈরি কমিটি। বর্তমানে তিন সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে বরিষ্ঠ জেনারেল নারাভানে, তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেন। বায়ু সেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে ৩০ সেপ্টেম্বর এবং ৩০ নভেম্বর দায়িত্ব নিয়েছেন। এদিকে সেনা প্রধান হিসাবে জেনারেল নারাভানের মেয়াদ আর কয়েক মাস বাকি।

আমৃত্যু জেনারেল রাওয়াতই চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন। সেনা সর্বাধিনায়ক থাকাকালীনই এই দায়িত্ব তিনি সামালাতেন। গত ৮ ডিসেম্বর রাওয়াতের প্রয়ানের পর থেকেই এই পদটি ফাঁকাই ছিল। আজ সেই পদের দায়িত্ব দেওয়া হল সেনাপ্রধান নারাভানকে। নারাভানের এই পদপ্রাপ্তি দেখে অনেকেই মনে করছেন আগামী দিনে সেনা সর্বাধিনায়ক পদে বসার দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। যদিও সিডিএস পদে নিয়োগের দায়িত্ব যে কমিটির উপর সেই কমিটির দুইজন সদস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে এই নিয়োগে তাঁদের পচ্ছন্দই গুরুত্বপূর্ণ।