ক্রীড়া

ম্যাচ হেরে বৃষ্টিকে দুষলেন নীতিশ

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

নীতিশ রানার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন। হার দিয়ে আইপিএল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাবের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে হেরে গেল কেকেআর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে পাঞ্জাব। জবাবে ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে কলকাতা। তারপর বৃষ্টি নামে। শেষ পর্যন্ত হেরে যায় নীতিশ রানার দল। এ দিন রাসেলকে কেন বল করলেন না নীতিশ সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও নাইট অধিনায়ক জানালেন, “বল দিয়ে অনুকুলকে ব্যবহার করার কথা ভাবছিলাম কিন্তু এর জন্য সঠিক পরিস্থিতি খুঁজে পাইনি। রাসেলকে ডেথ ওভারে বল করতে দিতে চেয়েছিলাম কিন্তু কোনও ইনজুরির কারণে সেটা হয়ে ওঠেনি। আমি শুধু আমার পাঁচজন প্রধান বোলারের সঙ্গেই কাজ চালিয়েছি। তারা ভালো ব্যাটিং করেছে। তারা আমাদের থেকেও ভালো করে উইকেটটা কাজে লাগিয়েছে।বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো। বৃষ্টি না হলে ম্যাচের ফলাফল অন্য কিছু হতেই পারত।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।