অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
‘তারিখ পে তারিখ পে তারিখ’ দামিনী সিনেমায় সানি দেওয়ালের এই সংলাপটা যেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য খুব বেশিভাবে প্রযোজ্য। সমর্থকেরা চাতক পাখির মতো বসে আছে কবে সই হবে সেই অপেক্ষায়। আর ইমামি কর্তা আদিত্য আগরওয়াল এই গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে ইতালিতে। আর ইস্টবেঙ্গল কর্তারা বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন। মঙ্গলবারও হয়ে গেল ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠক।
এরপরে লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিকদের জানালেন,” আগামী ৭ দিনের মধ্যে আমরা চুক্তি সই করবো।নতুন কোম্পানি তৈরীর জন্য এনওসি লাগবে সেটা পাস করলাম। দু একদিনের মধ্যে ফের বসবো পরবর্তী পদক্ষেপের জন্য।”
এরপর দেবব্রত সরকার জানান, ” অতিমারীর জন্য দুই বছর আমাদের শতবর্ষর অনুষ্ঠান বন্ধ ছিল। সেটা ১ আগস্ট আর ১৩ আগস্ট বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে পালন হবে। কিন্তু সবার আগে আমাদের প্রাধান্য, চুক্তি সমস্যাটা সমাধান করা।”
এদিকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর ৫০ এর বেশি দিন অতিবাহিত হয়ে গেল। ইমামির তরফ থেকে বারবার চুক্তিপত্রের খসড়া পাঠানো হচ্ছে, অথচ ইস্টবেঙ্গল কর্তাদের যেন পছন্দই হচ্ছে না। ফলস্বরুপ এই নিয়ে এবার খুবই বিরক্ত ইমামি কর্তারা।
জানা গিয়েছে, আগামী কয়েক দিনের লাল-হলুদ কর্তারা চুক্তিপত্রে সই না করলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন ইমামি কর্তারা। সেখানে তারা ইস্টবেঙ্গল কর্তাদের নানা দাবি সহ কীভাবে আসন্ন মরশুমে দল গঠন করবে, সে নিয়ে আলোচনা করবে।
অপরদিকে, সামনে কলকাতা ফুটবল লিগ। টুর্নামেন্টে দল নামানোর মতো রসদ ক্লাবের হাতে এখনও নেই। তাহলে কি এবারেও ইস্টবেঙ্গল খেলবে না কলকাতা লিগ। কিন্তু লিগ নিয়ে হওয়া বৈঠকে লাল-হলুদের প্রতিনিধি দল জানিয়ে দিয়েছেন যে এবারে তাঁরা কলকাতা লিগ খেলবে। ফলে পুরো ব্যাপারটাই এখন ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে।
ক্লাবের শতবর্ষের উৎসব পালনের শেষভাগটা জমকালোভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন লাল হলুদ৷ অরিজিৎ সিং সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছেন বলে জানা যাচ্ছে ৷ পাশাপাশি পরিচালক গৌতম ঘোষকে দিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে একটি তথ্যচিত্র বানানো হচ্ছে ৷ সেই তথ্যচিত্রের কাজও শেষ পর্যায়ে ৷ ১ আগস্ট অথবা ১৩ আগস্ট তা দেখানোর পরিকল্পনা করা হয়েছিল ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে তা অক্টোবরের আগে মুক্তি পাবে না ৷ অন্তত সেরকমই ইঙ্গিত দিয়েছেন পরিচালক গৌতম ঘোষ ৷