রবিবারে কম নমুনা পরীক্ষা, নিম্নমুখী রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা

করোনা বুলেটিন

এনএফবি, কলকাতাঃ

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৩৮৫ জন যার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। একই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৩ জন করোনা রুগীর। আজ সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৪ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯০.৬৩ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৬২৩ জন। রাজ্যে করোনার তৃতীয় বাড়বড়ন্তে এই প্রথম চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১,৬৮২ জন কমল সংক্রমিতের সংখ্যার বিচারে। আক্রান্তের হার ১.০৬ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৭ হাজার ৮৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭ লক্ষ ২৮ হাজার ৩৪০ জন। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ১২১ জন।
রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে নমুনা সংগ্রহ বন্ধ থাকে। তাই সংগৃহীত নমুনার পরিমান তুলনামূলক বিচারে কম। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ রাজ্যে ৩৫,৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে রবিবারের প্রকাশিত তথ্যেই দেখা যাচ্ছে নমুনা পরীক্ষার সংখ্যা ৫৩,৮৭৬। তাই সংক্রমিতের নিম্নমুখী পরিসংখ্যানে স্বস্তির অবকাশ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন