ক্রীড়া

শুরু হল অফিস লিগ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শুরু হল সিএবির অফিস লিগ। ন্যাশানাল ক্রিকেট ক্লাব এবং অফিস স্পোর্টস ফেডারেশনের যৌথ উদ্যোগে আবার বেশ কয়েক বছর পর ময়দানে ফিরল অফিস লিগ।

অফিস খেলাগুলি শুরু হলে তবেই বাড়বে খেলোয়াড়দের চাকরির সুযোগ।‌ সেই কথা মাথায় রেখেই ফিরল অফিস লিগ। ‌অফিস লিগ শুরু হবার প্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বললেন “আমরা কয়েকবছর ধরেই চেষ্টা করছিলাম ক্রিকেটারদের স্বার্থে অফিস লিগটা শুরু করবার জন্য। কিন্তু মহামারীর কারণে তা কিছুতেই সম্ভব হচ্ছিল না।‌ এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা অফিস লিগ চালু করলাম।‌অতীতেও ন্যাশানাল ক্রিকেট ক্লাব (NCC) সবসময়ই অফিস লিগ পরিচালনার ক্ষেত্রে সহযোগীতা করে এসেছে।‌ কিন্তু এবছর ন্যাশানাল ক্রিকেট ক্লাব এবং অফিস স্পোর্টস ফেডারেশন যৌথ ভাবে উদ্যোগ নিয়ে অফিস লিগটা শুরু করল।‌ আগামীদিনে আরও ভালভাবে এই অফিস খেলাগুলি যাতে করা যায় সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে| বর্তমান পরিস্থিতিতে অফিস খেলা খুবই গুরুত্বপূর্ণ।আশা করছি আগামী দিনে ক্রিকেটারদের চাকরির দরজা অবশ্যই খুলবে।”

আরও পড়ুনঃ আইসিসি সভাপতির চেয়ারে কে, সৌরভ না জয়

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র