ক্রীড়া

সুনীলকে টপকে আইএসএল’র সর্বোচ্চ গোলদাতা ওগবেচে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সোমবার ফতোরদার পণ্ডিত জওহারলাল নেহরু স্টেডিয়ামে তাঁর প্রাক্তন ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জোড়া গোল করে আইএসএলে সর্বকালের সেরা গোলস্কোরারের আসন দখল করে নিলেন হায়দ্রাবাদ এফসি-র নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচে। এদিন ৪৯তম গোল করে সুনীল ছেত্রী ও ফেরান কোরোমিনাসকে পিছনে ফেলে এই তালিকার শীর্ষে উঠে এলেন ওগবেচে। সুনীল ও কোরেমিনাসের গোলসংখ্যা ৪৮। তাঁর জোড়া গোলে হায়দ্রাবাদ এফসি এদিন ৩-০-য় জেতে। আইএসএলে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে খেলে সর্বোচ্চ স্কোরারের খেতাব জিতেছেন ওগবেচে। নর্থইস্ট ইউনাইটেড দিয়ে শুরু করেছিলেন তিনি। পরে কেরালা ব্লাস্টার্সে ও মুম্বই সিটি এফসি-তে যোগ দেন এবং এখন হায়দ্রাবাদের জার্সিতে মাঠ মাতাচ্ছেন তিনি। ২০১৮-১৯ মরশুমে নর্থইস্টের হয়ে আইএসএলে অভিষেক হয় তাঁর। সে বছরই নর্থইস্টকে প্রথম এই লিগের সেরা চারে উঠতে সাহায্য করেন তিনি। সেই মরশুমে ১২ গোল করে সর্বোচ্চ স্কোরারের খেতাব অর্জন করেন তিনি। পরের মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্সে যোগ দেন ও ১৫ গোল করে সেরা স্কোরারদের তালিকায় যুগ্ম ভাবে এক নম্বরে থাকেন। তবে তার পরের মরশুমে মুম্বই সিটি এফসি-র হয়ে খেলে আটটির বেশি গোল করতে পারেননি। মুম্বইকে অবশ্য ফাইনালে তুলতে সাহায্য করেন তিনি এবং ফাইনালে একটি গোলও করেন। চলতি মরশুমে হায়দ্রাবাদের জার্সি গায়ে ইতিমধ্যেই ১৩ ম্যাচে ১৪টি গোল করে ফেলেছেন তিনি এবং পরের ম্যাচগুলিতেও তাঁর গোলের বন্যা রোখা যাবে বলে মনে হয় না। ফ্রান্সের বিখ্যাত প্যারিস সঁ জারমেইনের যুবদলের হয়ে ফুটবল কেরিয়ার শেষ করেন ওগবেচে। ২০০১-০২-এ ফ্রান্সের লিগ ওয়ানে একাধিক গোল করে সবার নজর কেড়ে নেন তিনি। পরে সংযুক্ত আরব আমিরশাহীর আল জাজিরা ক্লাব, স্পেনের লা লিগায় রিয়াল ভালাদোলিদ এবং নেদারল্যান্ডসের প্রথম সারির ক্লাব এসসি কাম্বুরের হয়ে খেলেন। এর পরেই আসেন ভারতের এক নম্বর লিগে। আইএসএলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম তুলে ফেলেন বেঙ্গালুরু এফসি-র তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রী। মোট ৪৮টি গোল করে ফেলেন। যদিও সুনীল গোল করলেও সেই এফসি গোয়া ম্যাচ জিততে পারেনি বেঙ্গালুরু। যদিও এরপরে সেলিব্রেশন করেনি সুনীল। এখন দেখার সুনীল ওগবেচেকে টপকে ফের আইএসএলের গোল তালিকায় নিজের শীর্ষস্থান ফিরে পেতে পারেন কিনা! সেই দিকেই নজর থাকবে ভারতের ফুটবল প্রেমীদের।

আরও পড়ুনঃ সুভাষকে স্মরণ ইস্টবেঙ্গলের