এনএফবি, কোচবিহারঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগরামগুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। ওই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার আই সি ভাস্কর প্রধান সহ অনান্য পুলিশ আধিকারিকরা। ওই ঘটনার পর মৃত ব্যক্তি ও আহত ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গেছে, মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগরামগুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামে ওই পাচার হচ্ছে সেই সময় বিষয়টি নজরে আসে বিএসএফের। তারা প্রথমে সতর্ক করে ওই পাচারকারীকে। কিন্তু সেই কথা কানে তোলেনি অভিযুক্তরা। পাচারকারী নিজেদের কাজ চালিয়ে যেতে থাকে। সেই সময় বিএসএফ গুলি চালায় বলে খবর। তবে বিএসএফের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ সূত্রে খবর, বিএসএফের গুলিতে মৃত ওই পাচারকারীর নাম রেজাউল করিম(৩৫)। তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাটের জেলার পাটগ্রাম থানার ভূমিহীনটারি গ্রামে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও একজন পাচারকারী। তার নাম জুম্মান বাবু(২৯)। সে বাংলাদেশের লালমনিরহাটের জেলার পাটগ্রাম থানার রাসুলগঞ্জ গ্রামে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জেরেই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কড়া বিএসএফের প্রহরায় রয়েছে বলে জানা গিয়েছে।