এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার বাসিন্দা তাপস পাল কে অপহরণের অভিযোগে ৩০ মার্চ হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল হরিরামপুর থানার পুলিশ।
জানা গেছে, ২৮ মার্চ হরিরামপুর ব্লকের গোকর্ণগ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকার বাসিন্দা রুবেল ইসলাম হিলি ব্লকের বাসিন্দা তাপস পালকে ফোন করে আলু দেওয়ার জন্য নিজের এলাকায় ডাকেন । রুবেল ইসলাম তাপস পালের পূর্ব পরিচিত হওয়ায় তার কথা শুনে চলে আসেন পীরপাড়া এলাকায় । সেই সুযোগে রুবেল ইসলাম তাপস পালকে অপহরণ করে ৷ এরপর তাপস পালের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ বাবদ ৬ লক্ষ ৭৬ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । এই ঘটনায় তাপস পালের পরিবার ২৯ মার্চ হরিরামপুর থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হরিরামপুর থানার পুলিশ । তদন্ত করে পুলিশ জানতে পারে অপহৃত ব্যক্তি তাপস পাল ইটাহার থানার অন্তর্গত বালিয়াপাড়া এলাকায় রয়েছে । ইটাহার থানার পুলিশের সহযোগিতায় হরিরামপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পর ইটাহার থানার অন্তর্গত বালিয়াপাড়া এলাকার একটি সাবমার্সিবল ঘর থেকে উদ্ধার করে তাপস পালকে ।
এদিন, এই অপহরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সালেমুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ । ধৃত সালেমুদ্দিন আহমেদকে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় । এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিশ।