এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরের পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা TIEER (ট্রপিক্যাল ইনস্টিটিউট অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ) এর উদ্যোগে ‘পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয় রবিবার।
এইদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বি.এন. শাসমল সেমিনার হলে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – সংগঠনের সভাপতি ড. বিনয় কুমার চন্দ। এইদিন অধ্যক্ষ প্রণব সাউ তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় সেই বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন, জমির ন্যাড়া পোড়ানো সহ কি কি বিষয়ের উপর সাধারণ মানুষকে সচেতন করলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমবে সেই বিষয় নিয়েও সাধারণ মানুষকে সচেতন করেন অধ্যক্ষ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রকাশ চন্দ্র ধাড়া, অধ্যাপিকা নীলাঞ্জনা দাস চ্যাটার্জি, শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।