এনএফবি,আলিপুরদুয়ারঃ
এই বছর গরমের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। গরমের হাত থেকে বাঁচতে অফিস কিংবা বাড়িতে ফ্যান, এসি বা এয়ার কুলার ছাড়া গতি নেই। কিন্তু লোডশেডিং হলেই গরমে নাভিঃশ্বাস অবস্থা। লোডশেডিংয়ে গরমের হাত থেকে বাঁচাতে একমাত্র নির্ভরযোগ্য বস্তু হল হাতপাখা। তাল পাতার তৈরি হাত পাখা একসময়ে বাজার দাপিয়ে বেড়ালেও বর্তমানে তার কদর কমেছে। তাল পাতার তৈরি হাতপাখার জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিকের তৈরি হাত পাখা। আর তাতেই ধুঁকছে গ্রাম বাংলার এই হস্তশিল্প বা কুটির শিল্পটি।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে বেশ কয়েকটি এলাকায় রয়েছেন তাল পাতার তৈরি হাত পাখা বিক্রির সঙ্গে যুক্ত মানুষজন। এদিন ব্যবসায়ীরা জানান, “দু’দশক আগেও কদর ছিল তাল পাতার পাখার। ঘরে ঘরে এর চাহিদাও ছিলো ভালো। বর্তমানে এখন তা ইতিহাস। বৈদ্যুতিক পাখা এবং বৈদ্যুতিক ঘর ঠান্ডা রাখার যন্ত্র বাজার দখল করে নেওয়ায় তাল পাতার পাখা আজ ‘লস্ট আর্ট’। তবে আগের মতো যে পাখার আর বাজার নেই তা অবশ্য স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ীরা।”