পরমব্রত’র কোভিড পজিটিভ

এনএফবি, কলকাতাঃ

রাজ শুভশ্রীর পর এবার করোনা আক্রান্ত পরমব্রত। টলিউডের প্রথম সারির এই অভিনেতা নিজেই টুইটারে তাঁর সংক্রমিত হওয়ার কথা জানান। এদিন টুইটে পরম লেখেন,”২৭ ডিসেম্বর সামান্য উপসর্গ ছিল। মুম্বইতে করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট নেগেটিভ আসে। ৩০ তারিখ কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখ থেকে আর কোনও উপসর্গ ছিল না। তবুও সাবধানতা বশত গতকাল করোনা পরীক্ষা করাই। আর আজ করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আবার তিন দিন পরে পরীক্ষা করব।” একইসঙ্গে তিনি জানান, “সবাইকে আমি আবার আপডেট দেব। তার আগে সবাইকে অনুরোধ করছি গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন।”

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার নন্দনে কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরমব্রত। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন পরিচালক অরিন্দম শীল ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে টলিউডে করোনা আক্রান্ত সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা ও মা শতরূপা সান্যাল, সৃজিত মুখোপাধ্যায় ও পার্নো মিত্র।