এনএফবি,কলকাতাঃ
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের কাজ যত এগোচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যে গভীর সম্পর্ক ছিল সে বিষয়ে অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে বিভিন্ন প্রমাণ এসেছে ৷ মা ডাক শুনতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তিনি। আর তাতে সম্মতি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। এই নিয়ে ‘নো-অবজেকশন’ জানিয়েছিলেন পার্থ বাবু।
গত ২৩ জুলাই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ৷ সেই তদন্ত অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পাশাপাশি প্রচুর নথিও বাজেয়াপ্ত করে ইডি ৷ তার ভিত্তিতেই জেরা করা হয় দুজনকে ৷ আর ইডির গোয়েন্দারা যে চার্জশিট পেশ করেছেন, তাতে এমনই তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, আদালতে জমা করা ইডির ওই চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের পারিবারিক বন্ধু ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্থকে জেরার করার সময়ে এই বিষয়ে প্রশ্ন করে ইডি। এও জানতে চায় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বহু কোটি টাকার জীবন বিমায় পার্থকে কেন নমিনি করা হয়েছে। পার্থ জীবন বিমার ব্যাপারে কোনও সদুত্তর দেননি বলে চার্জশিটে জানিয়েছে ইডি। তবে সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ইডি পার্থ জেরায় বলেন, “আমি একজন জনপ্রতিনিধি। আমার কাছে অনেকেই এই ধরণের সুপারিশ চিঠির জন্য আসেন। সেভাবেই এই চিঠি লিখে দিয়েছি।”