এনএফবি, কোচবিহারঃ
ছোট পিকআপ ভ্যানের বিরুদ্ধে পুলিশি অভিযানের অভিযোগ তুলে কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে পথ অবরোধ করে বিক্ষোভে নামলো পিকআপ ভ্যান চালকেরা। এই পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়, আটকে পড়ে পথচলতি মানুষ থেকে শুরু করে নিত্য যাত্রীরা ৷
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, এরপর তাদের অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ প্রতিদিন পিকআপ ভ্যানের বিরুদ্ধে ওভার লোডিং এর অভিযোগ তুলে কেস দিচ্ছে। আর তাতেই নাজেহাল অবস্থায় পড়েছে চালক এবং মালিক কর্তৃপক্ষ। আর যার জেরেই এই বিক্ষোভ কর্মসূচী বলে জানা যায়।
এই বিষয়ে এক বিক্ষোভকারী মহম্মদ রমজান মিয়া বলেন, প্রতিনিয়ত পুলিশ পিক আপ ভ্যানের বিরুদ্ধে ওভার লোডিং এর অভিযোগ তুলে কেস দিচ্ছে। জমি বাড়ি বিক্রি করে গাড়ি কিনে আমরা উপার্জন করার চেষ্টা করছি, এইভাবে প্রতিদিন কেস দিতে থাকলে গাড়ি চালানো অসম্ভব হয়ে যাবে, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ১২০০ কেজির বেশি পণ্য তোলা যাবেনা অন্যদিকে পেট্রোল ডিজেলের যা দাম তাতে এত কম পরিমাণ পণ্য তুলে গাড়ি চালালে ক্ষতি হবে, আর তার জেরেই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদের। এই পরিস্থিতিতে সরকারের কাছে তাদের দাবি হয় তাদের তিন টন ওজন অবধি পণ্য তোলার অনুমতি দেওয়া হোক নাহলে তাদের গাড়ি বন্ধ করে দেওয়া হোক। যদি প্রশাসন তাদের দাবি না মেনে নেয় তাহলে আগামী কাল থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গায় পিক আপ ভ্যান পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয় ৷