এনএফবি, কলকাতাঃ
করোনার থাবা এবার ভবানী ভবনেও। করোনা আক্রান্ত হয়েছেন সিআইডি-র দুই শীর্ষকর্তা-সহ মোট তিনজন আধিকারিক। বর্তমানে তিন জনেই বাড়িতে নিভৃতবাসে আছেন বলে জানা গেছে। আক্রান্ত হওয়ার কথা জানার পরেই নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ভবানী ভবনের আরও কয়েকজন আধিকারিকের টেস্ট করানো হচ্ছে বলে জানা গেছে। আক্রান্ত তিন জনের মধ্যে দুইজন আইপিএস অফিসার বলে সূত্রের খবর।
লালবাজার-সহ কলকাতা পুলিশের ৮ জন আইপিএস অফিসার-সহ মোট ৮৬ জন পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার খবর প্রকশিত হয়েছে সকালেই। ফের সিআইডি আধিকারিকদের সংক্রমিত হওয়ার উদ্বেগ বাড়ছে রাজ্য প্রশাসনের অন্দরে।