দেশলেটেস্ট

কংগ্রেসের প্রস্তাব প্রত্যাখান পিকের

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

জল্পনায় জল ঢাললেন প্রশান্ত কিশোর নিজেই। গত কয়েকদিন ধরেই ভোটকুশলী পিকের কংগ্রেসে যোগদান ঘিরে রাজধানীর অলিন্দে আলোচনা চলছিল। দফায় দফায় কংগ্রেস নেতৃত্বের সাথে বৈঠকেও বসেছেন তিনি। একটা সময় মনে হচ্ছিল প্রশান্তর কংগ্রেসে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু মঙ্গলবার বিকেলে পিকে নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়ে দিলেন কংগ্রেসে যোগ দিচ্ছেন না তিনি। প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন সোনিয়া গান্ধী স্বয়ং, কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখান করলেন।
টুইটে প্রশান্ত জানিয়েছেন,” আমি কংগ্রেসে যোগ দেওয়ার এবং ভোটের দায়িত্ব নেওয়ার জন্য কংগ্রেসের উদার প্রস্তাব প্রত্যাখান করছি। আমার বিনীত মতামত, গঠনমূলক সংস্কারের মাধ্যমে অন্তর্নিহিত কাঠামোগত সমস্যার সমাধানের জন্য আমার চেয়েও বেশি দলের প্রয়োজন নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার।“