সমুদ্র তো হৃৎপিণ্ডটাই;
নদী শিরা-উপশিরাই।
আদম! ঘোরতর অবহেলায় জমাট বাঁধে মিঠা জলও,
মৃত্যু হামি খায় ধরিত্রীর …
ওহে চারু, রঙ কারিগর!
খেলে খেলে বিমূর্ত করো আরও মায়ার নমুনা দেখাও;
প্রশস্থ করো রক্তের/ নদীর বহমান শরীর
দাও শীতল চিকচিকে জরিপাড় ঢেউ ;
নদীতো কথা রাখে।
কোথাও না থাকে যদি কেউ,
সুরলোক স্তন খুলে দিলে ঝর্ণার নহর বেয়ে,
জলধারা নয় নেমে আসে মায়ের বুকের দুধই।