এনএফবি, আলিপুরদুয়ারঃ
হু হু করে বাড়তে থাকা পেট্রোল ও ডিজেলের দামের ওপর লাগাম টানলো কেন্দ্রীয় সরকার। দাম কমবার পর রবিবার কালচিনি ব্লকে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭.০৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৭১ টাকা। দাম কমলেও এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না সাধারণ মানুষ। তাদের কথায়,” পেট্রোল ও ডিজেলের দাম কমেছে তা ঠিক আছে, তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমলেই আসল স্বস্তি মিলবে আমাদের।” এছাড়াও পরবর্তীতে দাম ফের বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে জয়দেব সূত্রধর জানান, ”যদি এই তেলের দাম আরও কমে এবং এর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও যদি কমে, তাহলে আসলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর যদি পরবর্তীতে ফের দাম বাড়ে তাহলে খেটে খাওয়া মানুষেরা আরও সমস্যায় পড়বে।”
অপরদিকে তেলের দাম আরও কমা উচিৎ বলে জানান বিজেপি কালচিনি বিধানসভা আহ্বায়ক অলক মিত্র। তিনি জানান, ”কেন্দ্রীয় সরকার তো কমালো এখন রাজ্য সরকার কিছুটা কমাক। তারা কিছুটা কর কমালে তাহলে দাম আরও কমবে।”
এ নিয়ে নিয়ে তৃণমূল ও বিজেপি দু’দলের বিরুদ্ধে তোপ দাগলো সিআইটিইউ । এই বিষয়ে সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাষ মাহালি জানান, ”বর্তমানে তেলের দাম ৫০ টাকা হওয়া উচিৎ। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল সরকার এতটা কর লাগিয়েছে, যার জন্য তেলের দাম সেঞ্চুরি পার করেছে। এই অল্প দাম কমিয়ে জনগণের কোনো সুরহা হবেনা।”