অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছর টি২০ বিশ্বকাপের আগেই ফের মুখোমুখি হতে পারে চিরপ্রতিপক্ষ ভারত -পাকিস্তান। কোনো নিশ্চিত খবর না থাকলেও ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলে। যদি দুই দেশই রাজি থাকে তবে অস্ট্রেলিয়া এই সিরিজ আয়োজন করতে প্রস্তুত। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও ভারত -পাক বোর্ডের কাছে এখনই এই ধরণের কোনও আবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে করা হয়নি।
দুই দেশের সীমানা সংক্রান্ত সমস্যার জেরে এক দশক ভারত বনাম পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকারের দিকে বারবার বল ঠেলেছে আর সরকার পাকিস্তানের সঙ্গে খেলতে নারাজ ছিল বরাবর। বিশ্বকাপের মঞ্চেই একমাত্র তাদের সাক্ষাৎ হয়েছে। শেষবার গতবছর টি২০ বিশ্বকাপে ভারত -পাকিস্তান মুখোমুখি হয়।যদিও সেই ম্যাচে বিরাট কোহলির ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের মুখে এই দুই দেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের কথা শোনা গেল। প্রায় এক দশক পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট এবং একদিনের সিরিজ খেলার পর সেখান থেকে সোজাসুজি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতের আইপিএলে যোগ দেবেন। সেই ঐতিহাসিক সিরিজ চলার মাঝেই ভারত এবং পাকিস্তানকে নিয়ে নিজেদের দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ করার পরিকল্পনার কথা নিক হকলের মুখে। যদিও ভারত সেই ডাকে সারা দেবে কিনা সেই বিষয়ে প্রশ্নচিহ্ন আছে! অস্ট্রেলিয়ায় ভারত এবং পাকিস্তানের দুই দেশেরই বহু লোক বসবাস করে। এছাড়া এই দু দেশেরই বহু সমর্থক রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেক্ষেত্রে এই সিরিজ ডনের দেশে হলে একটা পালক জুড়বে অজি ক্রিকেটে।
নিক হকলে পাকিস্তানে সাংবাদিকদের জানিয়েছেন, “ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ যথেষ্ট পছন্দ করি। আর অতীতেও এই সিরিজ যথেষ্ট লাভজনক হয়েছে। সেজন্যই বলেই এমন সিরিজ আয়োজন করতে আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানের একটা বড় অংশের লোক বসবাস করে। এই দুই দেশের প্রতিদ্বন্দ্বীতা দেখতে সকলেই ভালবাসে। সমর্থকদের যদি সেই সাহায্য আমরা করতে পারি, তবে তো ভালই হবে।” টি ২০ বিশ্বকাপের পর থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে কথা শোনা গিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার মুখে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার দেশীয় সিরিজ করার প্রস্তাব দিয়েছিলেন রামিজ রাজা। এর ফলে এই চার বোর্ডের লাভও বেশী হবে বলেই মনে করেছিলেন তিনি। কিন্তু রামিজ রাজার সেই প্রস্তাবে সায় দিতে নারাজ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।বোর্ডের তরফে থেকে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন সচিব জয় শাহ। এবার সেই একই কথা শোনা গিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলের মুখে। তাঁর এমন সিরিজ আয়োজনের জন্য নাকি অস্ট্রেলিয়া প্রস্তুত রয়েছে । এখন দেখার ভারত -পাক সিরিজ টি20 বিশ্বকাপের আগে দেখতে পারেন কিনা ক্রিকেট প্রেমীরা!আগামী ২৩ অক্টোবর টি২০ বিশ্বকাপে ভারত -পাক মুখোমুখি হবে।