শিলিগুড়িতে বিজেপি সভাপতির বিরুদ্ধে পোস্টার

এনএফবি,দার্জিলিংঃ

শিলিগুড়িতে বিজেপি সভাপতির বিরুদ্ধে লেখা পোস্টার ঘিরে উঠলো চাঞ্চল্য। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে যে এদিন শহর শিলিগুড়ির হাসমিচকে জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এর বিরুদ্ধে পোস্টার পড়ে। সেই পোস্টারে লেখা রয়েছে বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মনের একনায়কতন্ত্র মানছি না মানবো না। নিজের বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই মহিলা মোর্চা,যুব মোর্চার সভাপতি সহ একাধিক পদাধিকারী মাটিগাড়া কেন্দ্রের করেছেন আনন্দময় বর্মন। আনন্দময় বর্মন হাঁটাও শিলিগুড়ি বিজেপিকে বাঁচাও লেখা স্লোগানে তপ্ত জেলার রাজনীতি।

পোস্টার, নিজস্ব চিত্র
YouTube player