স্থানীয়

শিবরাত্রি উপলক্ষ্যে জটেশ্বরে মেলার প্রস্তুতি

এনএফবি, আলিপুরদুয়ারঃ

আগামী ২৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হচ্ছে শিবরাত্রি পুজো। শিবরাত্রি উপলক্ষ্যে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শুভ শিব চতুর্দশীর সূচনা করা হয়। শিবরাত্রি উপলক্ষ্যে জটেশ্বরে চলবে জমজমাট মেলা।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দূর-দূরান্ত থেকে বহু ভক্তরা জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন। বিভিন্ন প্রান্তের থেকে লক্ষাধিক ভক্ত শিবরাত্রি উপলক্ষ্যে মন্দিরে উপস্থিত হন। ঐতিয্যবাহী এই মন্দিরে বহু বছর ধরেই শিব চতুর্দশী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা। জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, “আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে। শোভা যাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয়। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় ৷ ” এবারে শিব চতুর্দশী উপলক্ষ্যে পনেরোদিন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ইতিমধ্যে বিভিন্ন জিনিসের দোকান পাঠ আসতে শুরু করেছে জটেশ্বর গরুহাটি ময়দানে। এই মেলা শুরু হবে শিবরাত্রি দিন থেকে। ওই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।