স্থানীয় জনগণের প্রতিবাদে অবৈধ পুকুর ভরাট রোধ

এনএফবি,মুর্শিদাবাদঃ

অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়াল এলাকার সাধারণ মানুষ। বুধবার দুপুরে বহরমপুর থানার ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াপুর সারদাপল্লী টালিভাটা এলাকায় পুকুর ভরাটের চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ এদিন দুপুরে ট্রাক্টরে করে কয়েক গাড়ি মাটি নিয়ে এসে পুকুর ভারটের চেষ্টা করে কিছু মানুষজন। স্থানীয়রা রুখে দাঁড়ালে পুকুর ভরাট করতে আসা লোকজন পালিয়ে যায়। তবে কে বা কারা এই পুকুর ভরাট করতে এগিয়ে এসেছে তা কেউ বলতে পারেনি।

স্থানীয়রা জানিয়েছেন এই পুকুরের মালিক হল বিমল পান। এলাকার পুকুর ভরাট হয়ে গেলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে, বৃষ্টির জল ধারণের জায়গা থাকবে না। পুকুর ভরাটের কথা জানতে পেরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ আশ্বাস দিয়েছে যারা পুকুর ভরাট করতে এসেছিল তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

YouTube player
YouTube player