ক্রীড়া

যুবভারতীর দর্শকদের সামনে নামতে মরিয়া প্রীতম, শুভাশিস

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০১৯ সালের পরে ফের ভারতের ফুটবল মক্কা কলকাতায় নামছে টিম ইন্ডিয়া। যুবভারতীতে এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচে নামবে ভারত। আপাতত তা মনে হচ্ছে ভারতের তিনটে খেলাই রাত ৮.৩০ মিনিটে। আর সব ম্যাচেই হাউসফুল থাকবে স্টেডিয়াম। আর যুবভারতীর এই দর্শক সমর্থন পুঁজি করেই নামতে চায় সুনীল ছেত্রীরা। আর ভারতীয় দলে বাংলার দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছেন প্রীতম কোটাল এবং শুভাশিস বোস। তারা দুজনেও যুবভারতীর দর্শক সমর্থন পেয়ে মাঠে নামতে মরিয়া। এদিন ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতম কোটাল জানালেন,”ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগটা আমাদের কাছে সব থেকে সুবিধা। বিশেষ করে যখন কোভিডের জন্য দীর্ঘদিন ধরে আমরা নিজেদের সমর্থকদের সামনে খেলতে পারিনি। তাই আমি চাইব সকল সমর্থকরা মাঠে এসে আমাদের এই তিন ম্যাচের জন্য সমর্থন করুন। আমরা আমাদের সেরাটা দেব, একসাথে আমরা করব।”তিনি আরও বলেন, “ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা। আমাদের প্রতি ম্যাচ হিসেবে নিয়ে যেতে হবে, আর আমাদের এই তিন ম্যাচে ভাল করতে হবে। এই গ্রুপের সমস্ত দল ক্ষমতা রাখে একে অপরকে হারানোর এবং লড়াইও খুব কঠিন হবে।”রেক বঙ্গ সন্তান শুভাশিস বলেন, “ভারতীয় ফুটবলের মক্কা হল কলকাতা। এখানকার সমর্থকরা দারুণ। এত ক্লাবের এত সমর্থক রয়েছে, আর সব থেকে ভাল জিনিস হল, এরা সবাই এক হয়ে ভারতের জন্য গলা ফাটান। আমি আশা করব স্ট্যান্ড থেকে প্রচুর আওয়াজ আসবে, সেটা আমাদের অনেক অনুপ্রাণিত করবে। আমাদের তরফ থেকে, এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে তাদের খুশি করতে হবে।”গত এশিয়ান কাপের কথা স্মরণ করতে গিয়ে শুভাশিস বলেন, “সংযুক্ত আরব আমিরশাহিতে দারুণ অভিজ্ঞতা হয়েছিল। এত বেশি ভারতীয় সমর্থকরা মাঠে এসেছিলেন, দারুণ লেগেছিল। আমরা সেই সময়ে প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা নকআউট পর্বে যেতে পারিনি। এবার আমরা আশা করছি যে, পরের পর্বে যেতে পারব, কিন্তু তার আগে, আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আর তার জন্য, আমাদের তিনটি ম্যাচে ভাল পারফর্ম করতে হবে।”