এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার এগরার নয়াপাড়া গ্রামের বছর ৩২ শের এক গৃহবধূ মৌসুমী মান্নার খুনের ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে স্থানীয় প্রাথমিক স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই দিন নয়াপাড়া গ্রাম কমিটি ও নারী সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগে প্রতিবাদসভা হয়। নারী সুরক্ষা কমিটির তরফে দাবী করা হয়েছে দোষীদের উপযুক্ত আইনি প্রদক্ষেপ গ্রহণ করে শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি এগরা থানার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে এই প্রতিবাদ সভায়।
প্রসঙ্গত, গত ২২ অগাস্ট এগরা ২ ব্লকের নয়পাড়া গ্রামের গৃহবধূ মৌসুমী মান্নাকে খুন করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় ১৫-১৬ দিন পরেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। এখনও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে এই দিন নয়াপাড়া গ্রামে চলে প্রতিবাদ সভা। সেইসঙ্গে এদিন নারীসুরক্ষার বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি এই দিনের সভা থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন নারী সুরক্ষা কমিটির পক্ষে কাজল প্রধান, যমুনা পন্ডিত, শিখা মাইতি, তিলোত্তমা ঘোড়াই, মানস করমহাপাত্র, মির্জা নাসের হোসেন বেগ, সুরজিৎ ভুঁইয়া, দেব কুমার জানা, গুরুপদ দাস, সাগর জিৎ, সুমিত জানা প্রমুখ এই দিনের ধিক্কার সভায় কয়েক হাজার মহিলারা শামিল হন।