ফিচাররাজ্য

স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

এনএফবি, শিলিগুড়িঃ

স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শুরু হল বিক্ষোভ।

শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের সদস্যরা।
এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে রত্নদীপ সরকার বলেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শেষ উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জেলে আছেন নিয়োগ দুর্নীতি মামলায়। তারপর তিন মাস অস্থায়ী উপাচার্য ছিলেন। কিন্তু তার আমলেও জমি কেলেংকারি এবং জমি বিক্রি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়। গত ২৫ জানুয়ারি অস্থায়ী উপাচার্যের সময় সীমা অতিক্রান্ত হওয়ার পরেও প্রায় দেড় মাস বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন বলে তিনি জানান। পাশাপাশি রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নেই বললেও তিনি জানিয়েছেন।

তাদের দাবি, তারা অরাজনৈতিক, শিক্ষাবিদ উপাচার্য, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার স্থায়ীভাবে চায় বিশ্ববিদ্যালয়ের জন্য।

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই – NF Bangla Private Limited (newsfrontbangla.com)

1 thought on “স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

Comments are closed.