এনএফবি, মালদাঃ
সঠিক নিয়ম মাফিক মিড ডে মিল প্রদান না করার অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।
মালদার মানিকচক ব্লকের মানিকচক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসী।অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিনিয়ত মিড ডে মিল সঠিকভাবে ছাত্র-ছাত্রীদের দিচ্ছে না। বুধবারে যেখানে মাংস দেওয়ার কথা সেখানে খিচুড়ি বিলি করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। কি করে এমনটা করছে বিদ্যালয়ে কর্তৃপক্ষ, সরকারের নিয়ম মেনে মিড ডে মিল প্রদান করা হচ্ছে না কেন- এই সমস্ত দাবিতে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা-সহ অভিভাবকরা। সঠিক নিয়ম মেনে মিড ডে মিল প্রদান করা না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিচ্ছে স্থানীয় বাসিন্দারা।
যদিও প্রধান শিক্ষিকা না থাকায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানিয়েছেন, বর্তমানে বিদ্যালয়ের পরীক্ষা চলাই সমস্ত ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে আসছেন না। তাই মিড ডে মিল পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা শেষ হলে সমস্ত ছাত্র-ছাত্রী যখন বিদ্যালয় আসবে তখনই লাগাতার মাংস-সহ পুষ্টিকর আহার ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে।