জেলা

ভাঙন রোধে কাজের মান নিয়ে অভিযোগ, লরি আটকে বিক্ষোভ স্থানীয়দের

এনএফবি, মালদাঃ

নদীর ভাঙ্গনের কাজ উন্নত মনের করার দাবিতে ভাঙ্গন রোধের সামগ্রী ভর্তি গাড়ি আটকে বিক্ষোভ দেখালো মানিকচকের গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকার মানুষজন। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুপুর এলাকায় গঙ্গা নদীর ভাঙ্গন রোধের কাজ করছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগের জন্য যে বস্তা ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। সিমেন্টের সাধারণ বস্তাতে বালি ভরে এই কাজ করা হচ্ছে। স্থানীয়রা এদিন ভাঙ্গনের রোধের জন্য বস্তা ভর্তি লরিকে আটকে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি অবিলম্বে কালো উন্নত মানের বস্তাতে বালি ভরে কাজ করতে হবে প্রশাসনকে। ঘন্টাখানেক এই লরিকে আটকে রেখে বিক্ষোভ করে বালুটোলা এলাকার মানুষজন অবশেষে মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।