রাজ্য

ট্যাবলো বিতর্কে জনস্বার্থে মামলা, শুনানি আজ

এনএফবি,কলকাতাঃ

কেন্দ্র রাজ্য তরজার পাশাপাশি ট্যাবলো বিতর্ক গড়াল আদালত পর্যন্ত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত নেতাজির ট্যাবলো বাতিল করল তা জানতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। সোমবার বেলা ১২টা থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থে দায়ের করা এই মামলার শুনানি হবে বলে ঘোষণা করা হয়েছে।

দিল্লির এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীর সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এ দিনের অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজি ট্যাবলো। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কুমারোটুলি থেকে তৈরি করে আনা হয়েছে নেতাজির মূর্তি। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ছয়-সাত জন শিল্পী সেই ট্যাবলো প্রস্তুতির কাজ করছেন।