অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
কাউন্টি ম্যাচে ডবল সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা। ৫১ তম শতরান করলেন তিনি প্রথম শ্রেণির খেলায়। এটি প্রথম শ্রেণির খেলায় তাঁর ১৪তম ডবল সেঞ্চুরি। উল্লেখ্য কাউন্টি ক্রিকেটে এটি প্রথম ডবল ও সর্বমোট চতুর্থ সেঞ্চুরি।
এর আগে ইফতিকার আলী খান পতৌদি চারটে, আজহারউদ্দিন দুটো ডবল সেঞ্চুরি করেন কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলায়। ইফতিকার অবশ্য একটা ভার্সিটি ম্যাচেও ডবল সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও রঞ্জি, সর্ব সাকুল্যে ১৩টি ডবল সেঞ্চুরি করেন কাউন্টি ম্যাচে। তাছাড়া আরও একটি ভার্সিটি সেঞ্চুরি ছিল। দলীপ তিনটি ডবল সেঞ্চুরি করেন যার একটি ভার্সিটি ও দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে।
ফলে তৃতীয় ভারতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ডবল সেঞ্চুরি করলেন।
তৃতীয় উইকেটে হেইনসের সঙ্গে মিলে ৩৫১ রান যোগ করেন পূজারা। মারে গুডউইন ও মাইকেল ইয়ার্ডির করা তৃতীয় উইকেটে ৩৮৫ অপরাজিত রানের সাসেক্সের রেকর্ড (বনাম ওয়ারউইকশায়ার,২০০৬) ভাঙতে না পারলেও সাসেক্স বনাম ডার্বিশায়ার ম্যাচে আর্থার গিলিগ্যান ও দলীপ সিংজীর করা ৯৩ বছর পুরোনো ১৯৭ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন তাঁরা। হেইন্সও ২৪৩ করেন।