শুরু হচ্ছে পুজো ফুটবল গো ফর গোলস

স্পোর্টস ডেস্ক, কলকাতাঃ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন দ্বারপ্রান্তে। আর সেই উৎসবের আনন্দ গায়ে মেখে আগামীকাল থেকে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে শুরু হয়ে যাচ্ছে তিন দিনব্যাপী পুজো ফুটবল গো ফর গোলস। আয়োজনে স্পোর্টিং বাউন্ডারিজ। এটি টুর্নামেন্টের দ্বিতীয় বছরে মোট ৩৬টি দলকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আজ দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। যেখানে মূল উদ্যোক্তা জয়দীপ মুখার্জী ছাড়াও হাজির ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি, রঞ্জন ভট্টাচার্য, রাকেশ ঝা,পার্থসারথি গাঙ্গুলি-সহ বহু বিশিষ্ট মানুষরা। বিশেষ অতিথিদের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়।

অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের উৎকর্ষতা ব্যাখ্যা করেন। অংশগ্রহণকারী প্রতিটি দলকে স্মারক দিয়ে স্বাগত জানানো হয়।

এবারকার চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা ও রানার্স ২৫ হাজার টাকা। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দল এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের হাতেও তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কার। সব মিলিয়ে পুজোর আগে এই পুজো ফুটবল দিয়ে জমে উঠবে তা নতুন করে বলার অপেক্ষায় রাখে না।