জেলা

ফুঁসছে পুনর্ভবা, শঙ্কায় চরবাসী

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

গত দুদিনের বৃষ্টিতে বৃদ্ধি পেল পুনর্ভবা নদীর জল। বর্তমানে নদীর জল বেড়ে ফুলে ফেঁপে উঠেছে। বাড়ছে বন্যার আশঙ্কা। যদিও বন্যা মোকাবিলায় সবরকম ভাবে তারা প্রস্তুত বলে, শনিবার জানালেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। প্রসঙ্গত, গঙ্গারামপুর শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছে পুনর্ভবা নদী। প্রতিবছর বর্ষার সময় পুনর্ভবা নদীর জলে বেড়ে প্লাবিত হয় গঙ্গারামপুর পুরসভার ১৪,৫,৬ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা। যার কারণে চরম সমস্যায় পড়তে হয় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে। যদিও বন্যা মোকাবিলায় গঙ্গারামপুর শহরের বেশ কয়েকটি বাঁধ ও সুইস গেট মেরামত করেছে সেচ দপ্তর।