ক্রীড়া

কাতার বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রকাশিত হল কাতার বিশ্বকাপের গ্রুপ বিন্যাস।
গ্রুপ ‍‘এ’:- কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ ‍‘বি’:- ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন।
গ্রুপ ‘সি’:- আর্জেন্তিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ‘ডি’:- ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু, ডেনমার্ক, তিউনিশিয়া।
গ্রুপ ‘ই’:- স্পেন, কোস্টা রিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান।
গ্রুপ ‘এফ’:- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ ‘জি’:- ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ ‘এইচ’:- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

এই বছর ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফাইনাল ১৮ ডিসেম্বর।