এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
এবার বেঙ্গালুরু এফসির তরফে ডুরান্ড কাপের ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে উঠল বর্ণবিদ্বেষমূলক অভিযোগ। জানা গিয়েছে, কিশোরভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষের মুখে পড়েছেন এক ফুটবলার।ক্লাবের তরফে নাকি ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
বেঙ্গালুরুর তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “মঙ্গলবার ডুরান্ডের খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের এক ফুটবলার আমাদের একজনকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। বেঙ্গালুরু এফসি এই বিষয়ে ওয়াকিবহাল। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমাদের বার্তা খুব পরিষ্কার, ফুটবলে কোনওভাবেই বৈষম্যের কোনও জায়গা নেই, ফুটবল সকলের জন্য ৷