অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ফরাসি ওপেনে মানবিক ছবি। টানটান ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ আলেক্সজান্ডার জেভেরভ হাঁটুতে চোট পেয়ে পড়ে যান। এরপরেই নাদাল প্রতিপক্ষ কে সাহায্যর হাত বাড়িয়ে দেন। তাকে কোর্ট থেকে বাইরে যেতে সাহায্য করেন এবং প্রবল সহানুভূতিও প্রদান করেন। ক্রীড়া দুনিয়ায় এই ছবি ভেসে আসায় সঙ্গে সঙ্গে সোশ্যাল সাইটে ভাইরাল হয়। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার লেখেন , “যে মনুষ্যত্ব এবং ব্যবহার তিনি জেভেরভের প্রতি দেখিয়েছেন, এটাই রাফায়েল নাদালকে সকলের থেকে বিশেষ করে তোলে”। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও লিখেছেন, “স্পোর্টস কেন মানুষের চোখে জল এনে দেয়, এটাই হল তার একমাত্র কারণ। তুমি শীঘ্রই ফিরে আসবে আলেকজান্ডার জেভেরভ”।শেষ আটে নোভাক জকোভিচকে হারিয়েছিলেন লাল মাটির রাজা রাফায়েল নাদাল। অন্যদিকে, স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজকে হারিয়ে নাদালের বিরুদ্ধে নেমেছিলেন জেভেরভে। শুরুটাও হয়েছিল প্রত্যাশিতই। তাল কাটলো জেরেভের চোটে।১৩বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল বলছিলেন, ‘আপনি যদি প্রকৃত মানুষ হন, তবে একজন সহযোদ্ধার জন্য দুঃখিত হবেন। এটা ওর জন্য খুবই কঠিন এবং খুবই দুঃখজনক। ও একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলছিল এবং ও এই সফরে ভালো ছন্দে ছিল। আমি জানি, ও একটি গ্র্যান্ডস্লাম জিততে কতটা লড়াই করেছে। এই মুহূর্তে ও দুর্ভাগ্যের শিকার। আমি নিশ্চিত যে ও একটি নয়, অনেক বেশি সাফল্য পাবে। আমি ওকে শুভ কামনা জানাই। আমার কাছে রোলাঁ গারোর ফাইনাল খেলাটা একটি স্বপ্ন, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে, এটি এ ভাবে ফাইনালে ওঠা ওর মতো ছেলেকে কাঁদতে দেখা নিঃসন্দেহে কঠিন মুহূর্ত।” রবিবার ফাইনালে ক্যাসপার রুডের মুখোমুখি হবেন রাফা।
The humility and concern shown by Nadal is what makes him so special.#RolandGarros pic.twitter.com/t7ZE6wpi47
— Sachin Tendulkar (@sachin_rt) June 3, 2022
This is why sport can make you cry. You will be back @AlexZverev. @RafaelNadal – Sportsmanship, humility. Just brilliant and respect 🙏🙏🙏 #FrenchOpen2022 #RolandGarros pic.twitter.com/n5JFNFK7r1
— Ravi Shastri (@RaviShastriOfc) June 3, 2022