এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
তপশিলি উপজাতি(ST) ভুক্ত তালিকায় অন্তর্ভুক্তি করন-সহ একাধিক দাবিতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলের জেলাগুলিতে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলন।
এই আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি রেল অবরোধ করলো আন্দোলনকারীরা। জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার পর আজ থেকে অনির্দিষ্টকালের জন্য খড়্গপুর লোকাল থানার খেমাশুলী স্টেশনে রেল অবরোধের কারণে দুর্ভোগ বাড়তে চলেছে রেল যাত্রীদেরও। এই অবরোধের ফলে স্তব্ধ হতে চলেছে জঙ্গলমহলের রেল যোগাযোগ।
খড়গপুর-টাটানগর সেকশনের খেমাশুলি ও আদ্রা-চান্ডিল সেকশনের কুস্তাউরে প্রস্তাবিত রেল অবরোধের কারণে বুধবার থেকে খড়্গপুর ও আদ্রা ডিভিশনের প্রায় ৫০টি ট্রেন বাতিল বলে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। বহু ট্রেন চলবে না সম্পূর্ণ দূরত্ব৷ সেই মর্মে নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আজ ২৮ টি ট্রেন বাতিল, ১০টি ট্রেনকে ভিন্ন পথে পরিচালনা এবং ৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
এই আন্দোলনের জেরে সমস্যায় পড়েছে বহু মানুষ। কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সংবাদমাধ্যমকে জানান, “আমাদের বলার শেষ হয়ে গেছে এখন শুধু আন্দোলন করা, যদি এভাবেই অবহেলা হতে থাকে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন।