জেলা

পুজোর মুখে বৃষ্টি, মন খারাপ পড়ুয়াদের

এনএফবি, বালুরঘাটঃ

সরস্বতী পুজোর আগের দিন ভোর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। মনখারাপ পড়ুয়াদের, কুমোরটুলি থেকে প্রতিমা আনা থেকে সমস্ত আয়োজন আজ করতে হবে বৃষ্টিতে ভিজে ভিজেই।পাশাপাশি আগামীকাল ও যদি এমন অঝোর ধারায় বৃষ্টি হয় তবে পুজোর আনন্দটাই তো মাটি।

অপরদিকে জমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় একদিকে যেমন জমিতে থাকা পাকা ফসলের ক্ষতির আশংকা দেখা দিয়েছে। তেমনি আমের মুকুলের ক্ষতির সম্ভবনা দেখা দেওয়ায় মাথায় হাত চাষিদের। একেই মাঘ মাস ঠান্ডা এখনও বিদেয় নেয়নি। তাই এই বৃষ্টিতে শীত জাকিয়ে বসেছে জেলা জুড়ে।

আরও পড়ুনঃ দেশে নতুন করে সংক্রমিত ১,৪৯,৩৯৪