হায়দ্রাবাদকে হারালো রাজস্থান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬১ রানে হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ২১০ রান তুলেছিল রাজস্থান। ২৭ বলে ৫৫ রানের নজরকাড়া ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। এছাড়া, ভালো রান পেয়েছেন দেবদত্ত পাড়িক্কল (২৯ বলে ৪১) এবং জস বাটলার (২৮ বলে ৩৫)। শেষদিকে চালিয়ে খেলে ১৩ বলে ৩২ রান করেন শিমরন হেটমায়ার।
জবাবে সাত উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স। পাওয়ার প্লে-র শেষে তাদের রান ছিল দু’উইকেটে ১৪! প্রসিধ কৃষ্ণ (২/১৬) ও ট্রেন্ট বোল্টের (২/২৩) দাপটে একসময় সানরাইজার্সের রান ছিল পাঁচ উইকেটে ৩৭। এডেন মার্করাম (৪১ বলে ৫৭), ওয়াশিংটন সুন্দর (১৪ বলে ৪০), রোমারিও শেফার্ডরা (১৮ বলে ২৪) চেষ্টা চালালেও সফল হননি। রাজস্থানের বোলারদের মধ্যে সফলতম যুজবেন্দ্র চাহল (৩/২২)।