আন্তর্জাতিক

নিউ ইয়র্কে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি

এনএফবি ডেস্ক, নিউ ইয়র্কঃ

বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিউইয়র্কে প্রাণ হারাল একাধিক ব্যক্তি। সংবাদ সূত্রে জানা গিয়েছে, ব্রুকলিন শহরের একটি মেট্রো সাবওয়েতে আচমকাই গুলি চলতে থাকে। একইসঙ্গে সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিটে অগ্নিকাণ্ডেরও খবর মিলেছে। সেখানেও গুলি চালনার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। একাধিক ব্যক্তির হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকান সময় অনুযায়ী মঙ্গলবার সকাল আটটায় এই হামলা চালানো হয়। এই সময়ে অনেক লোক মেট্রোতে যাতায়াত করেন এবং স্টেশনে যথেষ্ট ভীড় ছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এই গুলিবৃষ্টিতে ১৩ জন আহত হয়েছেন বলেও জানা গেছে, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার পর নিউ ইয়র্ক শহর জুড়ে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে নির্মাণ শ্রমিকের পোশাক পরে স্টেশনে প্রবেশ করেছিল। আপাতত ঘটনাস্থলের সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এটি ষড়যন্ত্র নাকি জঙ্গি হামলা তা এখনও পরিস্কার নয়।