ক্রীড়া

রাজস্থান ম্যাচ জিতেই শেষ চারে পৌঁছতে চান রঞ্জন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ক্ষুদার্থ বাঘের মত রক্তের স্বাদ পেয়ে গিয়েছে বাংলা ফুটবল দল। সন্তোষ ট্রফিতে পঞ্জাব ম্যাচে জিতলেও কেরালা ম্যাচ হেরে মনোবল তলানিতে ঠেকে গিয়েছিল দলের। সেখান থেকে ফুটবলারদের চাঙ্গা করেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচাৰ্য্য। সঞ্জয় দত্তর কেজি এফ টু সিনেমা দলকে দেখান আইএফএ কর্তারা । সেখান থেকে মেঘালয়কে ৪–৩ গোলে হারায় বঙ্গ ব্রিগেড । তবে রবিবারের রাজস্থান ম্যাচ জিততে হবে। বাংলাকে ড্র করলে অনেক হিসেব নিকেশের অঙ্কে যেতে হবে। হারলে একবারে ছুটি । ম্যাচ শুরু বিকাল চার টেয় তবে সেইসব দিকে যেতে রাজি নন বাংলার কোচ রঞ্জন ভট্টাচাৰ্য্য।রঞ্জন এদিন জানালেন, “বাংলা জিতেই সেমিফাইনাল খেলবে। ড্র করলেও আমাদের সুযোগ রয়েছে। কিন্তু আমি রাজস্থানকে হারানোর ব্যাপারে আশাবাদী। ওদের অবস্থা একদমই ভালো নয়। সব কটা ম্যাচই হেরেছে নিয়ম রক্ষার ম্যাচ ওদের। হারানোর কিছু নেই। অনেক সময় এমন প্রতিপক্ষ সমস্যার হয়ে ওঠে।আর তাছাড়া ফুটবল তো দিনের শেষে গোল তো করতেই হবে । কেউ কখনও ম্যাচ মুখ দেখে ছেড়ে দেবে না। সেইকারণে আমরা বড় ব্যবধানে জিততে চাই। আমি আশাবাদী বাংলা এই ম্যাচেও ভালো ফলাফলই করবে।” গত ম্যাচে অনেকটা পিকে ব্যানার্জীর স্টাইলে ফুটবলারদের মোটিভেট করেন রঞ্জন। তিনি বলেছিলেন “আইএফএ যেভাবে, সুযোগ তোদের দিয়েছে না জিততে পারলে জার্সি, প্যান্ট গঙ্গায় ফেলে দিস।” সেই বিষয়ে রঞ্জন জানান, “কোনো কোনো সময়ে দলকে তাতাতে হয়। সচিব যেভাবে দলের সঙ্গে আছেন সেখান থেকে দল হারলে সত্যিই কষ্ট লাগে।তবে ওরা বিষয়টা স্পোর্টিংলি নিয়েছে। আমি এখনও বলছি বাংলা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু বোঝে না।” এদিন বিকালে গরমে দলকে অনুশীলন করান কোচ রঞ্জন ভট্টাচাৰ্য্য। মেঘালয় ম্যাচের থেকে ডিফেন্স আর আক্রমণ দুই জায়গায়তেই পরিবর্তন করা হবে।