অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
একই ম্যাচে দুটি শতরান। প্রথমটা বিরাট কোহলির, অন্যটা শুভমন গিলের। গুরু-শিষ্যের লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল শুভমন গিল। আজ আইপিএলের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া৷ কোহলির ব্যাটের দিকেই তাকিয়ে ছিলেন আরসিবি সর্মথকরা। বিরাটের বিধ্বংসী ব্যাটিং আশা জাগিয়েছিল ব্যাঙ্গালোরের সমর্থকদের মধ্যে। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেয় কিং কোহলি। ৬১ বলে কোহলির অপরাজিত শতরান ব্যাঙ্গালোরকে পৌঁছে দেয় ১৯৭ রানে। কোহলির সাথে ডুপ্লেসি শুরুটা ভালো করলেও নিজের ইনিংস বেশিক্ষণ দীর্ঘায়িত করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকরা ব্যর্থ হলে চাপে পড়ে যায় আরসিবির ব্যাটিং। ব্রেসওয়েলকে সঙ্গে করে নিজের ইনিংস বড় করতে শুরু করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত নায়কোচিত ভঙ্গিতে নিজের শতরান পূর্ণ করে মাঠ ছাড়েন তিনি।
নির্ধারিত কুড়ি ওভারে ১৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসেন গুজরাতের দুই ওপেনার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। ঋদ্ধিমানকে দ্রুত ফেরাতে পারলেও শুভমন গিল এবং বিজয় শংকরের অনবদ্য ইনিংস ব্যাকফুটে ঠেলে দেয় ব্যাঙ্গালোরকে। ৩৫ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরে যান বিজয় শংকর। কোহলির অনবদ্য একটি ক্যাচে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করেন আরসিবি। যদিও দুর্বল বোলিং আবারো ভোগাল ফ্যাফ ডুপ্লেসির দলকে। ডেথ ওভারের ছন্নছাড়া বোলিং ম্যাচে ফিরতে দিলো না বিরাট বাহিনীকে। শেষ ওভারে পাঁচ বল বাকি থাকতে বড় ছক্কা মেরে ম্যাচ জিতে নিল গুজরাত টাইটান্স। সেইসঙ্গে প্লে-অফে যাওয়ার সব আশা শেষ হয়ে গেল ব্যাঙ্গালোরের। চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স।