রাস্তার উপর বেআইনি জলাশয় ভরাটের জমা করা মাটির কবলে একের পর দুর্ঘটনা

এনএফবি, মালদাঃ

জমি হাঙরদের দাপটে নয়নজুলি ভরাটের জমা করা মাটিতে পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মালদার যদুপুরে ৩৪নং জাতীয় সড়কের ধারে। স্থানীয়দের অভিযোগ, সর্বসমক্ষে অবাধে চলছে জলাশয় ভরাট। বাইরে থেকে মাটি এনে ফেলা হচ্ছে। রাস্তার ওপরে পাশেও জমে রয়েছে সেই মাটি। হঠাৎ আসা বৃষ্টিতে সেই মাটি ভিজে কাদার পাশাপাশি পিছল হয়ে গেছে। চোখের পলকে কাদায় পিছলে বা চাকা আটকে একের পর এক বাইক দুর্ঘটনা। আহত অন্তত ১২ জন। তারমধ্যে দুই শিশু, চার মহিলা এবং ছয় জন পুরুষ। পর পর আটটি বাইক দুর্ঘটনার কবলে পরে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দমকল। চলছে মাটি সরানোর কাজ।

দুর্ঘটনাস্থল। নিজস্ব চিত্র
রাস্তার ধারে জমা করে রাখা মাটি। নিজস্ব চিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *