অর্থনীতিফিচার

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের রেকর্ড দামবৃদ্ধি

এনএফবি, নিউজ ডেস্কঃ

বাজল যুদ্ধের দামামা। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়া। এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে পাল্লা দিয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। গত ৮ বছরের সমস্ত রেকর্ড ভেঙে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০১.৯০ ডলার। আন্তর্জাতিক বাজারে এই দাম দেখে রীতিমতো শঙ্কিত দেশের বাণিজ্যিক মহল। এই আঁচ ভারতের জ্বালানির উপরেও যে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা। অন্যদিকে ডিজেলেত দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা

এ দিন সকালে সামরিক অভিযানের খবর আসতেই ক্রুড ওয়েলের(Crude Oil) দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বর্তমানে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। প্রধানত ইউরোপীয় শোধনাগারগুলিতে অপরিশোধিত তেল বিক্রি করে রাশিয়া। এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণায় ইউরোপে জ্বালানি রফতানি ব্যহত হওয়ার আশঙ্কা বেড়েছে।

অপরিশোধিত তেলের দামের ওপর নজর রাখছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তাদের মতে, যুদ্ধ পরিস্থিতি খারাপের দিকে গেলে আরও বাড়তে পারে জ্বালানির দাম।

আরও পড়ুনঃ ডনবাসে হামলা শুরু রাশিয়ার ,জবাবের হুঁশিয়ারি বাইডেনের, ভার্চুয়াল বৈঠক জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির