লক্ষাধিক টাকার বে-আইনি কাঠ উদ্ধার

এনএফবি, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জেলার বক্সা ব‍্যাঘ্র প্রকল্প লাগোয়া কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান, গাঙ্গুটিয়া চা বাগানে বনদফতর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর মূল্যবান চেরাই কাঠ। শুক্রবার সকাল থেকে বনদফতর ও কালচিনি থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে চা বাগানে অভিযান চালায়। এখন অবধি কয়েক লক্ষ টাকা মূল্যের চেরাই কাঠ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান লাগাতার চলবে।