অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি কে সরিয়ে তাকে ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক করায় চাপ এসেছে রোহিত শর্মার ওপরে। এই অবস্থায় নিজেই মুখ খুললেন রোহিত। এদিন হিটম্যান বলেন, “ক্রিকেটাররা সবাই জানে, যখন বড় কোনও প্রতিযোগিতা হয়, তখন মাঠের বাইরে নানা কথা হয়। তাই আমাদের হাতে যেটুকু আছে, সেটাতেই মন দেওয়া উচিত। নিজেদের সেরাটা দেওয়া উচিত। মাঠে নেমে জেতা উচিত।” এরপরে রোহিত বলেন,”ভারতীয় দলের হয়ে খেলা সবসময় চাপের। নেতৃত্বের চাপ থাকবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজের কাজের লক্ষ্যে সচেষ্ট থাকা। বাইরে থেকে অনেকে অনেক রকম কথা বলবে। কে কি বলল সেসব নিয়ে মাথা না ঘামানোই উচিত। কারণ সেটা আমার হাতে নেই। আমি এর আগেও এই কথা অনেক বার বলেছি, আবারও একই কথা বলছি।”