ক্রীড়া

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন মরগ্যান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সব ধরনের ক্রিকেটের থেকে অবসর নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। এদিন টুইটারে সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ইয়ন মরগ্যান। তিনি লেখেন, “একাধিক সিদ্ধান্তের পর, আমি মনে করি এটাই সঠিক সময় ক্রিকেট থেকে সরে যাওয়ার। বছরের পর বছর ধরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। পেশাদার ক্রিকেটে চ্যালেঞ্জে ও উত্তেজনা আমি মিস করব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের পর, আমি প্রিয়জনদের সঙ্গে অনেক সময় কাটাতে পারছি, এবং আমি ভবিষ্যতে আরও বেশি সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই।”

মরগ্যান অন্যতম প্লেয়ার যিনি দুটো দেশের জয়ে জাতীয় দলে খেলেছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি ২০০৯ সালে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পান। এরপর ইংল্যান্ডের হয়েই তিনি খেলা শুরু করেন। ইংল্যান্ডের হয়ে তিনি ২৪৮টা ওডিআই ও ১১৫টা টি-২০ খেলেছেন। তাঁর মোট রান ১০ হাজার ১৫৯। তিনি ১৬টা টেস্ট খেলে ৭০০ রান করেছেন।