অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চোট সারলো না ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে ক্যাপ্টেন্সি করবেন লোকেশ রাহুল, সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে।
একই সঙ্গে টি-টিয়েন্টি দলে কয়েক মাস আগে কামব্যাক করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার একদিনের সিরিজেও চার বছর পর প্রত্যাবর্তন ঘটালেন এই অভিজ্ঞ অফ স্পিনার। এদিকে একদিনের অধিনায়কত্ব চলে যাওয়ার পর বিরাট কোহলির কাছে এটা প্রথম সিরিজ হতে চলেছে। রোহিতের অবর্তমানে রাহুল যে দলকে নেতৃত্ব দেবেন সেটা প্রত্যাশিত ছিল। আর সেটাই দল নির্বাচনের পর পরিষ্কার হয়ে গেল।