ক্রীড়া

[:en]শুরুর আগেই ইতিহাস! রেকর্ড দামে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস[:]

[:en]

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

মহিলা ক্রিকেটে ইতিহাস। এই বছর থেকেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। আর তাতেই রেকর্ড। আগামী পাঁচটি মরসুমের জন্য রিলায়েন্স গোষ্ঠীর চ্যানেল ভায়াকম ১৮(Viacom18) মোট ৯৫১ কোটি টাকার বিনিময়ে মিডিয়া স্বত্ত্ব কিনল।

সোমবার টুইট করে বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, “মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ত্ব কেনার জন্য ভায়াকম ১৮-কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে এই আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভায়াকম প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ৫ বছরে (২০২৩-২৭) তারা মোট ৯৫১ কোটি টাকা খরচ করবে। অর্থাৎ প্রত্যেক ম্যাচে তারা ৭.০৯ কোটি টাকা খরচ করবে। এটা দেশের মহিলা ক্রিকেটে অবশ্যই একটা বড় পদক্ষেপ হতে চলেছে।”

২০২৩ সালের ৭ মার্চ শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২২ মার্চ পর্যন্ত। মোট পাঁচটি দলকে নিয়ে মহিলাদের আইপিএল অনুষ্ঠিত হবে। নিলামের মাধ্যমে ফ্র‌্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে। একই সঙ্গে মিডিয়া স্বত্ত্বও নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

[:]