অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
তিনি ক্রিকেটের ঈশ্বর। তবুও সচিন রমেশ তেন্ডুলকার দিনের শেষে মানুষ। আর তাই তো সমাজের গুরুত্বপূর্ণ বন্ধু পুলিশকে ধন্যবাদ জানালেন তিনি। সচিনের মুম্বইয়ের এক বান্ধবীকে পুলিশ দুর্ঘটনার হাত থেকে বাঁচান। সেই বিষয়ে মাস্টার ব্লাস্টার টুইট করেন কয়েকদিন আগে, “আমার এক ঘনিষ্ঠ বন্ধু একটি গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। ঈশ্বরের কৃপায় তিনি এখন ভালো আছেন। যাই হোক, এটা সম্ভব হয়েছে একজন ট্র্যাফিক পুলিশের কাছ থেকে সময়মতো তিনি সাহায্য পেয়েছিলেন বলেই। যার কারণেই প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।” এছাড়া তার বান্ধবীকে ঠিক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানান সচিন।
A heartfelt thanks to all those who go beyond the call of duty. pic.twitter.com/GXAofvLOHx
— Sachin Tendulkar (@sachin_rt) December 17, 2021