ফিচাররাজ্য

শর্তসাপেক্ষে রাজ্যে চালু সেলুন বিউটি পার্লার

এনএফবি, কলকাতাঃ

অবশেষে শনিবার থেকে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খুলছে বিউটি পার্লার, সেলুন। রাজ্যে জারি বিধিনিষেধ আংশিক শিথিল করে রাত ১০ টা পর্যন্ত এই গ্রাহক পরিষেবা দেওয়ার ছাড়পত্র দিয়েছে নবান্ন।

রাজ্য সরকারের নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ করাতে হবে। পরিষেবায় যুক্ত সমস্ত কর্মীর সম্পূর্ণ টিকাকরণ( ডবল ডোজ ভ্যাকসিন) বাধ্যতামূলক। সেলুন এবং বিউটি পার্লার স্যানিটাইজ করাতে হবে। গ্রাহকদের মানতে শারীরিক দূরত্ববিধি।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি হয় বিধিনিষেধ। তাতে একাধিক নির্দেশিকার মধ্যে সুইমিংপুল,স্পা, জিমের সাথে সাথে বিউটি পার্লার, সেলুনও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ ছিল। কিন্তু জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় বিউটি পার্লার সেলুন পেশার সাথে যুক্ত ব্যক্তিরা শর্তসাপেক্ষে পরিষেবা চালু রাখার আবেদন জানায় মুখ্যমন্ত্রীর কাছে। তারপরেই সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বিধি নিষেধে এই শিথিলতা আনার ফলে বেশ কিছুটা স্বস্তিতে বিউটি পার্লার এবং সেলুন কর্মীরা।