বিনোদন

প্রয়াত সন্তুর বাদক পন্ডিত শিব কুমার শর্মা

এনএফবি,কলকাতাঃ

না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র বিখ্যাত সন্তুর বাদক পন্ডিত শিব কুমার শর্মা ৷ আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ৷পরিবার সূত্রে জানাগেছে দীর্ঘ দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি ৷

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুতে জন্মগ্রহণ করেন শিব কুমার শর্মা ৷ মাত্র পাঁচ বছর বয়স থেকে তাঁর পিতার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন ৷ তাঁর পিতা উমা দত্ত শর্মা ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ৷ তিনি সন্তুর নিয়ে অনেক গবেষণার পর সিদ্ধান্ত নেন পুত্র শিব কুমার কে সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন ৷ মাত্র তের বছর বয়স থেকে শিব কুমার সন্তুরের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন ৷ শিবকুমার শর্মার আগে এই সন্তুর বাদ্যযন্ত্রটির তেমন পরিচয় ছিলনা ৷সেই যন্ত্রকে ধ্রুপদী সঙ্গীতের মূল ধারায় এনেছিলেন পন্ডিত শিব কুমার শর্মাই ৷ পরবর্তী কালে এই সন্তুরকেই বিশ্বের দরবারে তুলে ধরেন এই প্রবাদ প্রতিম সন্তুর বাদক ৷ পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া এবং বৃজভূষণ কারবারের সঙ্গে তাঁর অ্যালবাম ‘কল অব দ্য ভ্যালি’ তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিল ৷ ২০০১ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় ৷

আজ তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে ৷